Civil Engineering

সিভিল ইঞ্জিনিয়ারিং

সিভিল ইঞ্জিনিয়ারিং এমন একটি বিদ্যা যেখানে সড়ক, ভবন, ব্রিজ, বিমানবন্দর, হাইড্রোলিক কাঠামো, বাঁধ, কালভার্ট, স্যানিটেশন ও পানির সরবরাহ ব্যবস্থা ইত্যাদি নিয়ে কাজ করা হয়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় টেকনিক্যাল জ্ঞান ও তাত্ত্বিক শিক্ষা প্রদান করা হয়।

সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রধান শাখাসমূহঃ

Structural Engineering

Transportation Engineering

Geo-technical Engineering

Environmental Engineering

Water Resource Engineering

Construction Engineering

সিভিল ইঞ্জিনিয়ারিং এর মূলনীতি:

“যত উন্নত হবে দেশ, তত উন্নত হবে সিভিল প্রযোজ্যতা।”
অর্থাৎ, টেকনিক্যাল জ্ঞানের প্রয়োগ ছাড়া একটি দেশ আধুনিক অবকাঠামো ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারে না।

সিভিল ইঞ্জিনিয়ারদের কাজের ক্ষেত্র:

ভবন ও ঘরবাড়ি নির্মাণ

সড়ক, মহাসড়ক, সেতু ও কালভার্ট

সুড়ঙ্গ

পানির সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থা

বাঁধ, টানেল, টার্মিনাল

বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা

বন্দর, এয়ারপোর্ট ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট

সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির সুযোগঃ

সড়ক ও জনপথ বিভাগ

পানি উন্নয়ন বোর্ড

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)

সিটি কর্পোরেশন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

গ্যাস বিতরণ কোম্পানি

সেতু কর্তৃপক্ষ

বিভিন্ন সরকারি প্রকল্প

জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি কোম্পানি যেমন—আশুগঞ্জ পাওয়ার কোম্পানি লিঃ, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ ইত্যাদি।

শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরির সুযোগঃ

পলিটেকনিক ইনস্টিটিউট

টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ

টেকনিক্যাল ট্রেনিং সেন্টার

বেসরকারি চাকরির সুযোগঃ

ইঞ্জিনিয়ারিং ফার্ম

কনস্ট্রাকশন কোম্পানি

কনসালটেন্সি ফার্ম

উচ্চতর শিক্ষার সুযোগঃ

ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।

এছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়েও উচ্চশিক্ষার ব্যবস্থা আছে।

Feedback

“I will always be proud to be a graduate of Uttara Engineering College.”
Saidul Islam Momen

“Thanks to UEC, I am now ready to start my professional career with strong skills.”
Md.Jahid

“This institution shaped my future and inspired me to aim higher in life.”
Towsif