Electrical Engineering

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
কী শেখানো হয়?

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এমন একটি টেকনিক্যাল শাখা যেখানে বিদ্যুতের উৎপাদন, সঞ্চালন, বিতরণ, ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে শিক্ষা দেওয়া হয়।
এখানে তত্ত্বীয় ও ব্যবহারিক (Practical) উভয় ধরনের শিক্ষা প্রদান করা হয় যাতে একজন শিক্ষার্থী দক্ষ Electrical Engineer (EEE) হিসেবে গড়ে উঠতে পারে।

কেন পড়বেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং?

বিদ্যুৎ মানুষের জীবনের অপরিহার্য অংশ।

ঘর থেকে শিল্পকারখানা সবকিছুই বিদ্যুতের উপর নির্ভরশীল।

বিদ্যুৎ ব্যবস্থাপনা, সার্কিট ডিজাইন, পাওয়ার সাপ্লাই সিস্টেম ও আধুনিক প্রযুক্তিতে আগ্রহ থাকলে এ বিষয়ে পড়াশোনা খুবই উপকারী।

ভবিষ্যতে কর্মসংস্থানের প্রচুর সুযোগ রয়েছে।

প্রধান বিষয়সমূহ যেগুলো পড়ানো হয়:

AC (Alternating Current) Theory

DC (Direct Current) Theory

Power System & Power Electronics

Control & Instrumentation

Signal Processing

Electrical Machines & Drives

Transmission & Distribution

Renewable Energy Systems (Solar, Wind ইত্যাদি)

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজের ক্ষেত্র:

একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সাধারণত—

বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে

বৈদ্যুতিক যন্ত্রপাতি নকশা ও রক্ষণাবেক্ষণে

ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন সিস্টেমে

বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস কোম্পানি ও শিল্পকারখানায়

সিগন্যাল প্রসেসিং, টেলিকমিউনিকেশন ও অটোমেশন প্রজেক্টে
কাজ করার সুযোগ পান।

চাকরির সুযোগ:

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (PDB)

পল্লী বিদ্যুতায়ন বোর্ড

সিটি কর্পোরেশন

বাংলাদেশ গ্যাস, ওয়াপদা

বিভিন্ন মন্ত্রণালয়, স্বায়ত্তশাসিত সংস্থা

পাওয়ার প্ল্যান্ট, সাব-স্টেশন

হাসপাতাল, রেলওয়ে, টেলিযোগাযোগ বিভাগ

সরকারি ও বেসরকারি কোম্পানি

উচ্চশিক্ষার সুযোগ:

ডিপ্লোমা শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে B.Sc. in Electrical & Electronic Engineering (EEE) পড়ার সুযোগ আছে।

এছাড়া দেশের নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে।

Feedback

“I will always be proud to be a graduate of Uttara Engineering College.”
Saidul Islam Momen

“Thanks to UEC, I am now ready to start my professional career with strong skills.”
Md.Jahid

“This institution shaped my future and inspired me to aim higher in life.”
Towsif