Mechanical Engineering

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
কেন পড়বেন?

আধুনিক প্রযুক্তির যুগে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন, অটোমোবাইল, বিমান, জাহাজ, টেক্সটাইলসহ প্রায় সব ক্ষেত্রেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অপরিহার্য।

যন্ত্রপাতি তৈরি ও রক্ষণাবেক্ষণ

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি

শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে অবদান

এসবের জন্য দক্ষ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রয়োজন। তাই প্রযুক্তি খাতে যারা ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটি গুরুত্বপূর্ণ বিভাগ।

কোন কোন বিষয় পড়ানো হয়?

ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে তত্ত্বীয় ও ব্যবহারিক অনেক বিষয় পড়ানো হয়, যেমন—

টেকনিক্যাল ড্রয়িং

মেশিন ডিজাইন ও মেকানিক্স

থার্মাল ইঞ্জিনিয়ারিং (Thermal Engineering)

ম্যাটেরিয়াল সায়েন্স

অটোমোবাইল টেকনোলজি

ম্যানুফ্যাকচারিং প্রসেস

টেকনিক্যাল ওয়ার্কশপ প্র্যাকটিস

ফ্লুইড মেকানিক্স

পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং

ওয়েল্ডিং, ফাউন্ড্রি ও টুল ডিজাইন

কর্মক্ষেত্র

ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ রয়েছে।

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানঃ

Roads and Highways Department (RHD)

Public Works Department (PWD)

Local Government Engineering Department (LGED)

Bangladesh Agricultural Development Corporation (BADC)

Water Development Board (WDB)

Power Development Board (PDB)

DESCO, WASA, PGCB, BRTC

বাংলাদেশ গ্যাস ফিল্ড

বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা কেন্দ্র

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর

বেসরকারি প্রতিষ্ঠানঃ

টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টর

অটোমোবাইল কোম্পানি

শিপইয়ার্ড ও এয়ারলাইন্স

ফার্মাসিউটিক্যালস কোম্পানি

সিমেন্ট ও স্টিল কারখানা

বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি

শিক্ষা প্রতিষ্ঠানঃ

পলিটেকনিক ইনস্টিটিউট

টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ

ট্রেনিং সেন্টার (Instructor/Trainer হিসেবে)

উচ্চশিক্ষার সুযোগ

ডিপ্লোমা শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে B.Sc. in Mechanical Engineering পড়ার সুযোগ রয়েছে।

এছাড়া দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও উচ্চশিক্ষা নেওয়া যায়।

Feedback

“I will always be proud to be a graduate of Uttara Engineering College.”
Saidul Islam Momen

“Thanks to UEC, I am now ready to start my professional career with strong skills.”
Md.Jahid

“This institution shaped my future and inspired me to aim higher in life.”
Towsif